July 18, 2025, 1:21 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষো-ভ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান গোপালগঞ্জে হাম-লার প্রতি-বাদ জানিয়ে ‎ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষো-ভ শার্শা সীমান্তে বিজিবির অভি-যানে ৪৬ লাখ টাকার চো-রাচালানের পন্য আ-টক এনসিপির পদ-যাত্রায় হাম-লার প্রতি-বাদে সুজানগরে জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ চতুর্থবারের মত রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন পাইকগাছা হাসপাতালে রোগীর স্বজনদের মা-রামারি দেখে বৃদ্ধার মৃ-ত্যু খুলনার পাইকগাছা ও কয়রাবাসীর প্রাণের দাবি শিববাটি ব্রীজের টোল স্থায়ীভাবে অব-মুক্ত দাবিতে মানববন্ধন অর্থের বিনি-ময়ে পলাশবাড়ীর খাদ্য বান্ধব ডিলার নিয়ো-গের অভি-যোগ লাপা-ত্তা টিসিএফ আলোচনায় নেই, স্মৃতি-তে নেই—জুলাই শ-হীদ দিবসে উ-পেক্ষিত অ-ন্ধ শিক্ষার্থী
নেছারাবাদে জমি-জমার বিরো-ধের জেরে প্রতিপক্ষের হাম-লায় আহ-ত দুইজন

নেছারাবাদে জমি-জমার বিরো-ধের জেরে প্রতিপক্ষের হাম-লায় আহ-ত দুইজন

আনোয়ার হোসেন,
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ

নেছারাবাদে জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত দুইজন। উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বাড়রা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে মোঃ কাইয়ুম হোসেন তালুকদার বাদী হয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, জায়গা-জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছিল। গত ১৫ জুন রাত্রে বিরোধীয় বিষয় নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংশার বৈঠকে প্রতিপক্ষ জালিস তালুকদার বৈঠকের শুরুতেই বিবাদী উত্তেজিত হয় কাইয়ুম হোসেনকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। উপস্থিত শালিসদের সম্মুখে  কাইয়ুম হোসেনকে আচমকা বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে এলোপাথারি ভাবে কিল ঘুষি মারে। পরে কাইয়ুমের বোন শাহিনা বেগম আগাইয়া আসিলে তাকেও মারধর করে আহত  করে। পরে সাক্ষীদের সহায়তায় কাইয়ুম হোসেন ও শাহিনা বেগমকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। 

ঘটনার বিষয় অভিযোগের বাদী মোঃ কাইয়ুম হোসেন জানান, জালিস তালুকদার সন্ত্রাসী প্রকৃতির লোক, সে কোন আইন কানুন মানে না। আমাদের জায়গা জোর পূর্বক ভোগ দখল করার চেষ্টা করিয়া আসিতেছে। স্থানীয় ভাবে শালিস বৈঠকের সময় আমার বুকে লাথি মারে এবং আমার বোনকে কিল ঘুষি মারিয়া আহত করে। থানায় প্রাথমিক ভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে মামলা করবো।

ঘটনার প্রতক্ষ শালিস সাবেক ইউপি সদস্য মোঃ আবুল হাসেম জানান, ওইদিন আমরা উভয় পক্ষের জায়গা-জমির বিরোধ মিমাংশার জন্য স্থানীয় ভাবে শালিস বৈঠকে বসি। শুরুতেই জালিস উত্তেজিত ভাবে কথা বার্তা বলে এবং কাইয়ুমকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারধর করে। পরে আমরা  ছাড়িয়ে দেই এবং সাথে সাথে শালিস পন্ড  হয়ে যায়। 

নেছারাবাদ থানার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক ভাবে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD