শার্শার পাঁচভুলোট গ্রামে দুলাভাইয়ের ঘের থেকে ১০০ মন মাছ লু-টের অভি-যোগ আপন শ্যালকের বি-রুদ্ধে

আজিজুল ইসলাম,
নিজস্ব প্রতিবেদক, বেনাপোলঃ পারিবারিক বিরোধের জের ধরে নিজের বোনজামাই এর মাছের ঘের থেকে প্রায় ১০০ মনের মত মাছ ধরে নিয়ে গোলো আপন শ্যালক। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট গ্রামে।

উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত আজগার মোড়লের ছেলে কাদের মোড়ল ও একই গ্রামের আবু তাহের ঢালীর ছেলে মজিদ ঢালী সম্পর্কে আপন শালা দুলাভাই। তা সত্বেও গত বৃহস্পতিবার (১১) জুন রাতে মজিদ ঢালী লোক জন নিয়ে এসে তার ভগ্নিপতি কাদের মোড়লের
ঘের থেকে জোরকরে মাছ ধরে নিয়ে যায়। এমনটি অভিযোগ করেছেন মজিদ ঢালীর আপন ভাগ্না নয়ন হোসেন।

ঘেরের পাহারাদার অজেদ আলী জানান, গত১১ জুন রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মজিদ ঢালী ২০ -২৫ জন লোক ও ১০ -১২ টা আলম সাধু নিয়ে এসে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে ১০০ মনের মত সাদা মাছ লুট করে নিয়ে যায়। তাদের কাছে লাঠি ও অস্ত্র থাকায় কেউ বাঁধা দিতে সাহস করেনি।

নয়ন হোসেন জানান, পাঁচভুলোট গ্রামের হামড়ে কুড়োর বিলে তাদের ১০ বিঘা জলকরের একটি মাছের ঘের রয়েছে। পারিবারিক কলহের কারণে তার মামা রাতের অন্ধকারে জোরপূর্বক প্রায় ৫ লক্ষ টাকার মাছ লুট করেছে। সে আরও জানায়, তার মামা একজন মামলাবাজ। তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় এব্যাপারে তারা থানায় অভিযোগ দিতে সাহস করেনি। নয়ন মাছ লুটের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *