July 19, 2025, 2:13 am
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে রাফতান (৪বছর)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪জুন) দুপুরে( ১ টার দিকে) উপজেলার দপদপিয়া ইউনিয়নের দুধারিয়া গ্ৰামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাফতান ওই গ্রামের মো. আবু তালেব হাওলাদারের ছেলে।
জানা গেছে, এদিন দুপুর ১টার দিকে একা একা গোসল করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় রাফতান। স্বজনরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।