পটিয়ার নুরুল হক খু-নের ঘটনা- ধা-মাচাপা দিতে অ-পরাধীদের পক্ষে সংবাদ সম্মেলন

মোঃ মহিউদ্দিন চৌধুরী।।

পটিয়া সংবাদদাতা।।
পটিয়ার চাঞ্চল্যকর নুরুল হক খুনের ঘটনা ধামাচাপা দিতে খুনিদের পক্ষে সংবাদ সম্মেলন করার অভিযোগ পাওয়া গেছে। ১৪ জুন (শনিবার) দুপুর ১টার দিকে পটিয়া প্রেসক্লাব এক মহিলা মুখোশ পড়ে এসে খুনি পরিবারের সদস্য এ সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন হত্যা মামলার ৫নং আসামী খুনি জসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ জিশান।

গত ৩০ মে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে জায়গার বিরোধ নিয়ে নুরুল হককে পিটিয়ে নিমর্মভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-১, তারিখ ১/৬/২৫। মামলায় আসামিরা হলেন- কাউছারুল হক বাপ্পা, শহীদুল হক বাসেক, ফজলুল হক, সেলিমুল হক, মো: জসিম উদ্দিন, এমরান কায়ছার, রিজভী, নুর নাহার বেগম, ফাতেমা খাতুন, রোজি আকতার, জয়নাব বেগম, বিলকিছ আকতার, আজিজুল হক। এসব খুনিদের বাচাতে উঠে পড়ে লেগেছে। সংবাদ সম্মেলনে বিভ্রান্তিমুলক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। অথচ আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে।

মামলার বাদী জামাল উদ্দিন বলেন- তার পিতা নুরুল হক হত্যার সঙ্গে যারা জড়িত তারা এখনো জামিন না নিয়েও এলাকায় কিভাবে ঘুরতেছে। তাছাড়া আসামিদের বাঁচাতে খুনি পরিবার উঠে পড়ে লেগেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *