মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা উপজেলা প্রতিনিধি :
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মেয়ে তামান্না আক্তার পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
আর্থিক অসচ্ছলতার কারনে তার মেডিকেল এ পড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ার একটি সংবাদ প্রচার হওয়ায় নুরুল হক নুরের দৃষ্টিগোচর হয়।
জানা যায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্দেশনায় গলাচিপা উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে তামান্না আক্তারের বাড়িতে শুভেচ্ছা জানানের জন্য যায় তামান্নার লেখাপড়া দায়িত্ব নুরুল হক নুর নিজে নিবেন বলে তার পরিবারকে আশ্বস্ত করেন।
একই সাথে তার পরিবার কিছু এনজিওর ঋণের সমস্যা কথা জানালে সে বিষয়গুলো সুরাহা করার জন্য আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মো. আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুনসী, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল ও সদস্য সচিব মো. আবুল হোসাইন, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. আমির হোসেন সহ ছাত্র যুব শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
Leave a Reply