July 29, 2025, 5:32 am
আল আমিন মোল্লা
জীবননগর ব্যুরো প্রধান।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে
জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাশে
মনোহরপুর বটতলায় এই হাটের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে হাটের উদ্বোধন করেন
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর,
সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু,
জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন।
জীবননগর পুরাতন মোটরসাইকেল
হাট পরিচালনার দায়িত্বে রয়েছেন
জীবননগর পৌর যুবদলেন যুগ্ম আহ্বায়ক
মোঃ আজমত আলী ও সাইফুল ইসলাম
জীবননগর পুরোতন মোটরসাইকেল
হাটে মোটরসাইকেল যদি বিক্রি হয়
তাহলে ক্রেতাকে ৫০০ টাকা এবং
বিক্রেতাকে ৫০০ টাকা হাট কর্তৃপক্ষেকে দিতে হবে।
তবে বিক্রি না হলে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না। আমরা হাটে আনা
সকল মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে তারপর হাটে ঢুকবে। এখানে কোনো দুই নাম্বারি গাড়ি হাটে বিক্রয় করতে পারবে না।
ক্রেতা-বিক্রেতাদের আমরা সর্বোচ্চ নিরাপত্ত দেব এবং সর্বপ্রকার সহযোগিতা করব।