January 24, 2025, 10:04 pm
আরিফ রববানী ময়মনসিংহ ।।
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া অনুষ্ঠান এবং এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ মহানগর কৃষকদলের উদ্দ্যোগে সংগঠনের সদস্য সচিব সুলতান আহমেদের আয়োজিত উক্ত আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে আরাফাত রহমান কোকো সহ প্রয়াত বি.এন.পি’র প্রতিষ্ঠাতা, গণতন্ত্র পুনরুদ্ধারের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সহ, ২০২৪ এর সকল শহীদদের জন্য দেয়া করা হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় সকলকে সংযত থেকে জনগণের বন্ধু হয়ে রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি ও দল পরিচালনা করার জন্য আহ্বান জানান মহানগর কৃষকদলের সদস্য সচিব সুলতান আহমেদ।
এসময় অন্যান্যদের নাঝে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দল সদস্য উত্তম, হাছান ও কৃষক দল নেতা পাপ্পু, পলাশ, রকি এবং সোহাগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।