January 20, 2025, 8:56 am
নিলিমা নিল ঠাকুরগাও :আজ ১৯ জানুয়ারি ২০২৩ রোজ রবিবার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৬ ষ্ঠ পর্যায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার সুদক্ষ জেলা প্রশাসক জনাব, ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সত্যজিৎ কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি, এবং জনাব মনোরঞ্জন সিং, সভাপতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ঠাকুরগাঁও জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), ঠাকুরগাঁও।আরো উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, ঠাকুরগাঁও জেলার এপিডি, জনাব ইন্দ্রজিৎ রায় এবং সঞ্চালনায় ছিলেন, ফিল্ড সুপারভাইজার জনাব, দুলাল চন্দ্র বর্মন। প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন – ” আপনারা নিজেদেরকে সংখ্যালঘু না ভেবে, আপনাদের সন্তানদের এমন ভাবে মানুষ করেন ও সু শিক্ষায় শিক্ষিত করেন যেন আপনাদের সন্তানেরাও এক এক জন জেলা প্রশাসক হতে পারে তথা আরো উন্নত পদে চাকুরী করতে পারে। প্রত্যেক শিশুর পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। এতে তারা নীতি নৈতিকতায় দক্ষ হবে। ”
অনুষ্ঠান টি পবিত্র গীতা পাঠ ও বেদ পাঠের মাধ্যমে বেলা ২.৩০ মিনিটে শুরু হয়ে ৩.৩০ মিনিটে শেষ হয়।