August 9, 2025, 1:47 pm
এম এ আলিম রিপনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনা জেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ। সুজানগর কাচারীপাড়া স্টেডিয়াম মাঠে শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মোঃ শাহরিয়ার আলম জর্জ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি এড. আরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ উপদেষ্টা হাসানুজ্জামান পলাশ, পাবনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন এবং সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শান্ত। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম সুমন। অনুষ্ঠানে ছাত্রদল নেতা আলম মন্ডল, গাজী মাজহারুল ইসলাম ও শাকিল খানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পাবনা জেলায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি।
এম এ আলিম রিপন।।