August 9, 2025, 1:39 pm
এম এ আলিম রিপন : সুজানগর উপজেলার দুলাই বাজারের মিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।সঁাথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন জানান, ৩/৪ মাস পুর্বে এ মার্কেটে নতুন স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে ব্যবসায়ীরা। ব্যবসার ছয় মাস না যেতেই অগ্নিকান্ডের এ ঘটনায় নিঃস্ব হয়ে গেলেন ব্যবসায়ীরা। জানা যায়, শুক্রবার রাতে নৈশ্যপ্রহরী ও থানা পুলিশের টহল টীম ওই মার্কেটের ভিতরে আগুন দেখতে পায়। পরে তারা কাশিনাথপুর দমকল বাহিনীকে খবর দিলে তারা স্থানীয়দের সহায়তায় যৌথ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই আরিফ কুকারিশ ও নুর সুইটস নামক দুটি দোকান আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।আরিফ কুকারিশের মালিক আরিফ হোসেন জানান, আমি অল্প কিছু দিন হলো ব্যবসা শুরু করে ছিলাম। অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান।ক্ষতিগ্রস্থ অপর ব্যবসা প্রতিষ্ঠান নুর সুইটসের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। আগুনে মার্কেটেরও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানান মিয়া মার্কেটের মালিক রফিকুল ইসলাম বিদ্যুৎ।কাশিনাথপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুস সালাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে ।
এম এ আলিম রিপন
সুজানগর পাবনা।