January 3, 2025, 3:16 am
আব্দুল হামিদ,
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও বিধবা ভাতার অর্থ ডিজিটাল কৌশলে হাতি নেয়া একটি চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) ১২ টার দিকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালের সামনে মেম্বার ফোরামের ব্যানারে এমন মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সদস্য (ইউপি সদস্যগণ) সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী নারী পুরুষগণ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া মেম্বার ফোরামের নেতা অরণখোলা ইউপি মেম্বার সুলতান আহমেদ, আউশনারা ইউপি সদস্য বাহারুল, বেরীবাইদ ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ভাতাভোগীদের টাকা মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে আসার পর অফিস থেকে ফোন দিয়ে নাম ঠিকানা সব যাচাই করার মাধ্যমে পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এই চক্রের সাথে সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনের যোগসাজস আছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া উপজেলার ৩ নং বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম বলেন, ‘আগে নিয়মিত বয়স্কভাতা পেলেও এখন আর পান না। তার ভাষ্যমতে, আশেপাশের অনেকেই ভাতার টাকা পাননি। সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, তাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছে।
শোলাকুড়ী ইউনিয়নের ঢেওয়েরচালা গ্রামের ময়নাল, কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাসিল গ্রামের ছবিরন বেগম, আলোকদিয়ার দিগরবাইদ গ্রামের ময়মনার একই অভিযোগ। আয়শা বেগম বলেন, ‘কেউ যদি আমাদের টাকা তুলে নেয় তাহলে তারও তো ডকুমেন্ট থাকবে। সেটিও আমাদের দেওয়া হচ্ছে না। কোনও বিষয়ই আমাদের জানানো হচ্ছে না করণীয়ও বলা হচ্ছে না। উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ভাতার টাকা না পাওয়ায় ভুক্তভোগীগণ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন সাংবাদিকদের কাছে অভিযোগ ভিত্তিহীন দাবী করেন। তিনি জানান, ৫ মাস ধরে তিনি এ উপজেলায় এসেছেন। আগের তালিকায় কাউকে প্রতিস্থাপন বা বাদ দেয়ার সুযোগ নেই। তিনি আসর পর একবার ভাতার অর্থ এসেছে। নগদ মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ভাতার টাকা আসে। এখানে দুর্নীতি করার সুযোগ নেই।
তিনি আরও জানান, বর্তমানে প্রতিবন্ধী জরিপ কাজ চলমান। স্বচ্ছতার সাথে কাজটি করা হচ্ছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তার ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।