January 3, 2025, 3:46 am
মোঃ হামিদার রহমান নীলফামারী।
মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ১১: ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী কনফারেন্স রুমে অক্টোবর-২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, মহোদয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অক্টোবর ২০২৪ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী মোস্তফা মঞ্জুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; এ, কে, এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ নীলফামারী, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় নীলফামারী জেলা হতে অবসর গ্রহণকৃত কনস্টেবল জনাব মোঃ আব্দুস সালাম এবং কনস্টেবল জনাব মোঃ ফারুক হোসেন কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান। অবসরকালীন যে কোন সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন ও অবসর জীবনে সুস্বাস্থ্য কামনা করেন।