December 23, 2024, 2:37 am
মোঃ সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধি :
ময়মনসিংহে ঝমকালো আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর একটায় ময়মনসিংহ ব্যুরো অফিসের আয়োজনে শহরের অলকা নদী বাংলা কমপ্লেক্সের ৪র্থ তলায় বিভাগের সকল জেলা প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা হয়। এ সময় সমকালের প্রতিনিধি কবীর উদ্দিন সরকার হারুন, একাত্তর টিভির নুরুজ্জামান, কালের কন্ঠের আব্দুল হালিম, আমাদের সময়ের আব্দুল সাত্তার, মানব জমিনের জেলা প্রতিনিধি এনায়েতুল রহমান, আজকের পত্রিকার সেলিম হোসাইন, সংবাদ সারাবেলার বিভাগীয় ব্যুরো প্রতিনিধি মো: আবুল কালাম, জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান, ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মো: সেলিম মিয়া, হালুয়াঘাট প্রতিনিধি তরিকুল আশরাফী, সোনালী কন্ঠের মো: হুমায়ুন কবীর লুটাস সহ বিভিন্ন গণ্যমান্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রতিনিধি আবুল কালাম তার বক্তব্যে বলেন, কোনো করপোরেশনের স্বার্থ রক্ষা করার জন্য এই পত্রিকার জন্ম হয়নি। এটি একটি আদর্শিক পত্রিকা। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি । অন্যায়ের সঙ্গে কখনো আপস করতে শিখিনি, আপস করব না ইনশাল্লাহ।