December 21, 2024, 4:20 pm
ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,সাবেক ছাত্রনেতা, সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেছেন,ছাত্রজীবন থেকেই আমি জনগণের খাদেম হয়ে কাজ করেছি। সদর উপজেলা পরিষদের একবার ভাইস চেয়ারম্যান ছিলাম,গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়েছিলাম,চেয়ারম্যান হিসাবে আমি সবসময় সদরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে আবার সুযোগ দিন। আমি আবারও আপনাদের খাদেম হয়ে সদরের উন্নয়ন ও আপনাদের সেবা করতে চাই।
বুধবার (১লা মে) তিনি সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে মহান মে দিবস উপলক্ষে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন
ভাবখালী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা ও বাউল সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি বাজারে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
আশরাফ হোসাইন বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাবো। বিগত দিনে ময়মনসিংহ সদরের উন্নয়নমূলক যা কাজ করেছি, আপনারা ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানানোর কারণেই তা সম্ভব হয়েছে। যদি মনে করেন এলাকার উন্নয়নে কাজ করেছি, আপনাদের পাশে থেকেছি,তবে আবার সুযোগ দিন, আরও কাজ করতে চাই।’
রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী ইউনিয়ন শাখার সভাপতি উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সঙ্গীতানুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন।অনুষ্ঠানেে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন,সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম গাদুমিয়া, সহসভাপতি আলম মিয়,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সাবেক সভাপতি মুন্তাজ উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।