লালমনিরহাটে গোয়েন্দা শাখার অভিযানে গ্রেফতার ১

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ  অভিযানে  ৫১বোতল মাদকদ্রব্য,Codeine Phosphate&Triprolidine Hydrochloride Eskuf Syrup ও একটি  ইজিবাইকসহ ০১ জন আসামি আটক।গত(১মে)২০২৪ইংলালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই ইসমাইল হোসেন,,এএসআই আব্দুল বারী,এএসআই মো:শাহজালাল হোসেন,রবিউল ইসলাম,আবতাব,রেজাউল ইসলাম,মুছা আলম, ময়েজ উদ্দিন,  রাশেদ মিয়া, সহ বিশেষ অভিযানে চালিয়ে  সদর থানাধীন চরকুলাঘাট আল-মদিনা মসজিদ সংলগ্ন কুলাঘাট হইতে ফুলবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে সুজন মিয়া(৩০) ,একটি ইজিবাইক ৫১(একান্ন)বোতল  মাদকদ্রব্য Codeine Phosphate&Triprolidine Hydrochloride Syrup Eskuf  বহন করার সময় গ্রেফতার করেন। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু  করা হয়। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১বোতল মাদকদ্রব্য,Codeine Phosphate&Triprolidine Hydrochloride Eskuf Syrup ও একটি  ইজিবাইকসহ ০১ জন আসামি আটক। 

হাসমত উল্লাহ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *