কালীগঞ্জে ৪০০বোতল ফেনসিডিল, ৪টি  হুইসকিসহ স্বরসতি রাণী,গ্রেফতার

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল ভারতীয় হুইসকিসহ গ্রেফতার এক জন। গত(১৯শে এপ্রিল) ২০২৪ইং শুক্রবার লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের একটি টিম ৬নং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ মৌজায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামী পবিএ কুমার রায়(৩৬)এর বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরের ভিতর হতে বাশের তৈরী ডুলির ভিতর হইতে ৪০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং ডুলির পাশে সবুজ রংয়ের প্লাস্টিকের চাউলের ড্রামের ভিতর হতে ৪টি ভারতীয় তৈরি হুসকিসহ এক জনকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন পলাতক আসামী পবিত্র কুমারের স্ত্রী স্বরসতি রাণী (৩৩),সাং- ঘোঙ্গাগাছ,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট। ঘটনার সাথে জড়িত ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে ৬নং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ মৌজা হতে পবিএ কুমার রায়(৩৬)এর বসতবাড়ীর উত্তর ভিটার টিনের শয়ন ঘরের ভিতর হতে  ৪০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং প্লাস্টিকের চাউলের ড্রামের ভিতর হতে ৪টি ভারতীয় তৈরি হুসকিসহ এক জনকে গ্রেফতার করেন পুলিশ।

হাসমত উল্লাহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *