এবার পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই বিমানে উঠতে বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

খলিলুর রহমান নিজস্ব প্রতিনিধি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অবৈধভাবে প্রবেশের পর মানিক (১২) নামে এক শিশুকে আটক করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ ঘটনা ঘটে।

আটক শিশু মানিক রংপুর সদরের দেউডুবা গ্রামের অটোচালক মিঠু মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশু মানিক। তারপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে কোন বাধা ছাড়াই অন্যান্য যাত্রীদের সাথে ঢুকে পড়ে শিশুটি। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিবের শিশুটি চলাফেরা দেখে সন্দেহ হলে শিশু টিকে আটক করেন তিনি। জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন অবৈধভাবে ঢুকে পড়েছে শিশুটি । শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, শিশুটিকে আটক করার পরেই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে । বয়স কম হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে তার পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির বাবা মিঠু মিয়া জানান, ছেলেটা ছোট থেকেই আকাশে প্লেনের শব্দ পেলে ঘর থেকে ছুটে যেতো পেলেন দেখার নেশায় , আর বাড়িতে ফিরে আমাকে বলতো বাবা আমি বড় হয়ে পাইলট হব প্লেন চালাবো আমি প্রতিবন্ধী মানুষ তেমন একটা কাজ কাম করতে পারিনা তাই ছেলেকে একটা ফার্নিচারের দোকানে দিয়েছি কাজ করতে ওই দোকানের মালিক ওকে স্কুলে ভর্তি করে দিয়েছে মানিক ওখানে কাজের পাশাপাশিএখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে, আর্থিকভাবে অসচ্ছল না হওয়ায় ছেলেটাকে ঠিকভাবে পড়াতে পারি না ।

হাজী তমিজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম জানান, মানিক আমার স্কুলের দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট। এই ঘটনাটা আজকে আমি স্কুল আসার পর জানতে পেরেছি, ও কালকে সৈয়দপুরে চলে গেছিল। ওর আসলে মা নাই তো, কেয়ার করার মতো তেমন কেউ নাই যদি ওকে অনুকূল পরিবেশ দেয়া যায় আর্থিক সহযোগিতা করা যায় তাহলে ও হয়তো জীবনে পড়ালেখাটা চালিয়ে যেতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *