December 21, 2024, 3:47 pm
স্টাফ রিপোর্টার: নিরেন দাস
জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশ প্লাজা সুপার ও গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর পরিকল্পনা ও বাস্তবায়নে এই পুলিশ প্লাজা সুপার মার্কেট প্রতিষ্ঠা লাভ করে।
ফেস্টুন, বেলুন, পায়রা ও ফলক উন্মোচন করে পুলিশ প্লাজা সুপার ও গ্রিন মার্কেট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল আলম রফিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইশতিয়াক আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন,পাকিস্তানীরা রাজারবাগে পুলিশ বাহিনীর উপর হামলা চালায়। সেদিন অনেক পুলিশ সদস্যগণ শহীদ হন। স্বাধীনতা অর্জনে পুলিশের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পুলিশ জনগনের বন্ধু, তারা জনগনের জান-মালের নিরাপত্তা দিয়ে আসছেন। তিনি আরো বলেন প্রত্যেক পুলিশ সদস্যগণকে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং পাশাপাশি হয়রানিমুক্ত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বানও জানান।