শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃঃ বুধবার ২০ সেপ্টেম্বর৷ সকাল ১১ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন এর নীলফামারী জেলা হতে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) বদলি হওয়ায় তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা
এসময় জেলা পুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপারের সাথে কাজ করার স্মৃতিচারণ করে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন গোলাম সবুর, পিপিএম পুলিশ সুপার নীলফামারী। এরপর পুলিশ সুপার বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী, জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী; ডাঃ সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *