বরগুনার তালতলীতে কারিতাস সংস্থার উদ্যোগে দিন ব‍্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ১৭মে রোজ বুধবার সকাল ১০টা ছাতন পাড়া, কারিতাস কার্যালয়ে,কারিতাস আইসিডিপি প্রকল্পের স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে সিসিইউ টেকসই/ স্থায়ীত্বতা বিষয়ে দিন ব‍্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা (সিডিও)মি:উচোমেন এর সভাপতিত্বের বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো:আজাদুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো:জালাল আহমেদ,তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান,শ্রী সঞ্জীব চন্দ্র রায়(জিপিও),সিসিইউ ফেডারেশন সভাপতি মি:মংথিনজো,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।কর্মশালায় ২১ টি সিসিইউ থেকে মোট ৬৩ জন সদস্য অংশগ্রহণ করন।#

মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *