বঙ্গবন্ধু রেলসেতুর পূর্ব পাশ অংশের স্টেকচার পণ্যের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে সান ইউনিটি

মোংলা প্রতিনিধি
বঙ্গবন্ধু রেলসেতুর পূর্ব পাশ অংশের স্টেকচার পণ্যের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম, ভি সান ইউনিটি। বুধবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ জানান, গত ২মে ভিয়েতনামের হাইপং বন্দর থেকে বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি সান ইউনিটি। এরপর বুধবার বেলা ১১টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এ জাহাজটিতে ১৬৯ প্যাকেজে ১৫৪৮ মেট্টিক টন সেতুর উপরিভাগের মুল স্টেকচার পণ্য রয়েছে। স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শীপ কোম্পানী লিঃ এর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বেলা ১১টায় ভিড়া জাহাজটি হতে দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। পণ্য খালাস শেষে জাহাজটি ১৯মে মোংলা বন্দর ত্যাগ করবে। আর খালাসকৃত এসকল পণ্য পাঁচটি বার্জে (নৌযান) করে নদী পথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোর জেটিতে। তিনি বলেন, বুধবার যে চালানটি এসেছে এটি রেলসেতুর পূর্ব পাশের স্টেকচার পণ্যের শেষ চালান। সেতুটির অর্ধেক ভাগের (পূর্ব পাশের) স্টেকচার পণ্যের আমদানী সমাপ্তি হলো। এখন আসবে পশ্চিম পাশ অংশের সেতুর উপরিভাগের বাকী স্টেকচার পণ্য। উল্লেখ্য, এর আগে ৫ মার্চ এম,ভি হাইডং-০৯ ও ২১ ফেব্রুয়ারী এম,ভি জুপিটার বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *