August 31, 2025, 11:35 pm
এটি এম সেলিম,
ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে ।
গত মঙ্গলবার সকাল ১১ টায় দিকে উপজেলার রঘুনাথপুর চতলপড় এলাকায় এ ঘটনা ঘটে । অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিল্লাল হোসেন, আইয়ূব আলী খান, হেলাল উদ্দিন ও আঃ মোতালেব গংদের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দা, বল্লম, লোহার রড দিয়ে এ হামলার ঘটানো হয়।
আহতরা হলেন, আঃ জব্বার ছেলে রসুল্লাহ (৪০), চান মিয়া ছেলে আনোয়ার (৩৫), আ মান্নান স্ত্রী রোকেয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এজাহারে অভিযুক্ত আঃ মান্নান মুঠোফোনে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। আমি এলাকার নিরিহ লোক হিসেবে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ শালিসে আপোষ মিমাংসার লক্ষে দরবারে ব্যবস্থা করেন। এক ঘন্টা অপেক্ষার পর পশ্চিম পাশে আমাদের জমির কাছাকাছি যাওয়া মাত্রই প্রতিপক্ষ দরবারে উপস্থিত না হয়ে আগে থেকেই পূর্ব পরিকল্পতি ভাবে আমাদের উপর হামলার চলায়। ঘটনা স্থলেই আমাদের ৩জন লোক গুরুতর ভাবে আহত হয়।
উল্লেখ যে, গত ১১/১০/২০২২ ইং তারিখে ময়মনসিংহ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুলবাড়িয়া ২নং অঞ্চল আদালত দরখাস্ত নং ৭৮৭/২২, ২-৬/৮/৯/১০নং বিবাদী পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ (গ) ধারার বিধান মতে বিবাদী বিল্লাল হোসেন গণ এই মর্মে আদালতে মুছলেকায় প্রদান করেন যে দা, লাঠি, ফালা অস্ত্র নিয়া খুন জখম করার কোন রকম হুমকি দিবেন না ।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার তদন্ত ইন্সপেষ্টর শফিকুল ইসলাম বলেন : জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।