March 14, 2025, 10:39 pm
সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদন করা শাকসবজি এবং ফলমূল গণভবনে আনা হয়। বুধবার (৫ এপ্রিল ২০২৩ইং) তারিখ গণভবনে পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এইসব শাকসবটি ও ফলমূল নিজে হাতে নিয়ে দেখছিলেন এই মমতাময়ী মা শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উক্ত শাকসবজি ও ফলমূলগুলোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব তথ্য জানান। শাকসবজি ও ফলমূলগুলো সেখানে আনা হলে পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মমতাময়ী মা’য়ের কয়েকটি ছবিও পোস্ট করা হয়। তিনি ক্যাপশনে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ০৫ এপ্রিল ২০২৩ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি এবং ফলমূল গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন”।
এর আগে গত ৭জানুয়ারি ২০২৩ইং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুরের বিলে পৈতিক জমি পরিদর্শন করেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। জলাভূমির অন্তর্গত এ অ লের জমিগুলো বছরের ১২মাসের মধ্যে ৭ থেকে ৮মাসই পানির নিচে পড়ে থাকতে দেখা যায়। সেখানে ভাসমান বেডে শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদন করে জমিগুলো চাষযোগ্য করার জন্য নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথায় আছে যে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ। সবাই যদি পতিত জমিগুলোতে এমন শাকসবজি ও ফলমূল আবাদ করি তা হলে দেশের জনগণের জন্য ভালো হবে।