January 15, 2025, 6:39 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে হরিঢালী ইউনিয়নে সলুয়ায় ৫২ টা ও তৃতীয় পর্যায়ে সোলাদানায় ১৪ টা মোট ৬৬ টি ঘর প্রধানমন্ত্রীর পক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘর ও দলিল উপকার ভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু প্রদান করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার ও তোকারেম হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পিআইও ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, প্যানেল মেয়র ২ এসএম তৈয়বুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আঃ কালাম আজাদ, আঃ মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম, শাহজাদা আবু ইলিয়াস, ইউপি সদস্য শংকর বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।