মধ্যনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধ্যনগর প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে ১২ টায় মধ্যনগর বাজারে আসাদুজ্জামান রোকন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান। গত বুধবার দুপুরে চামরদানি ইউনিয়নের রসুলপুর গ্রামে আশ্রিত ভূমিহীন শতাধিক নারী-পুরুষ রোকনের বিরুদ্ধে ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

৩০ বছর আগে দৌলতপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ৯০ নং দাগের ১৮ একর ভূমি টেপিরকোনা ও বলরামপুর গ্রামের কয়েকজন বন্দোবস্ত নেন। কিন্তু ভূমিহীন মানুষের থাকার জায়গা না থাকায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খসরুজ্জামান বাবলু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের সাথে সমন্বয় করে সেখানে ভূমিহীনদের থাকার জায়গা করে দেওয়া হয়। পরে বন্দোবস্তপ্রাপ্ত অনেকেই তাদের দখল বিক্রি করে অন্যত্র চলে যায়। কিন্তু সম্প্রতি বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরা অবশিষ্ট জায়গায় স্থাপনা নির্মাণ করতে চাইলে আশ্রিত ভূমিহীনদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দোবস্তপ্রাপ্তদের পেছন থেকে রোকন ও তার লোকজন উসকানী দিচ্ছে বলে অভিযোগ ওঠে।

আসাদুজ্জামান রোকন বলেন, আমার বড় ভাই ভূমিহীনদেরকে বন্দোবস্ত প্রাপ্তদের কাছ থেকে জায়গা নিয়ে থাকতে দিয়েছিলেন। কিন্তু ভূমিহীনদের উচ্ছেদের নামে জড়িয়ে আমার পারিবারিক সম্মান নষ্ট করতে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ দিয়ে আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি আশ্রিত ভূমিহীনদের উচ্ছেদের পক্ষে নই। আমি শুধু বন্দোবস্তপ্রাপ্তরা কীভাবে তাদের জায়গায় ফিরে যাবে সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম।

শান্ত তালুকদার
মধ্যনগর, সুনামগঞ্জ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *