বিএডিসি সেচ প্রকল্পের পাইপ লাইন নদীর গর্ভে বিলীন’ একশো একর ইরিবোর ফসল হুমকির মুখে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামে, সুরমা নদীতে বিএডিসি সেচ প্রকল্প দিয়ে স্থানীয় হাওরে প্রায় একশো একর ইরিবোর রোপণ করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুঃ) ভোরবেলা সেচ প্রকল্পের পাশে বিশাল এলাকা জোরে সুরমা নদীর গর্ভে বিলীন হয়ে যায় প্রায় ৩০ শতক চাষকৃত জমি। সেচ-প্রকল্পের মেইন লাইনের প্রায় ২০০ ফুট পাইপ ভেঙে নদীর গর্ভে বিলীন হওয়ায় নতুন করে পাইপ লাইনের সংযোগ না দিলে প্রায় ৪ শত বিঘা জমির ফসল পানি সেচের অভাবে জমি শুকিয়ে ফসল উৎপাদন না হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ভাঙন দিয়ে কানলার হাওর, কনচ খাই হাওরে আগাম বন্যার পানি ডুকে বোর ফসল তলিয়ে যাওয়ার শংষ্কা রয়েছে।

সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম নেয়ামত বলেন, কদমতলী কালিকাপুর গ্রামের অধিকাংশ কৃষক বিএডিসি সেচ-প্রকল্পের মাধ্যমে ইরিবোর চাষ করেন। সেচের জন্য ফসল উৎপাদনে বিঘ্ন গঠলে মানুষ না খেয়ে থাকতে হবে। তাছাড়া এই ভাঙনের কারণ হলো নদী খনন প্রকল্পের ড্রেজার মেশিন দিয়ে নদী ভাঙন পারে নদী খননের কারণে আজ এই ক্ষতির কারণ হয়েছে। আমি ইউপি সদস্য থাকাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েও ড্রেজিংগের কাজ বন্ধ করতে পারি নাই। এখন বিএডিসি সুনামগঞ্জ অফিস ও স্থানীয় প্রশাসন এগিয়ে না আসলে ৪শত বিঘা জমির ফসল না হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *