কুড়িপাড়া মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় বিভিন্ন অনিয়মের অভিযোগ

সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা সুপার ও মাদরাসা পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গোপনে নাম সর্বস্ব পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখে মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের অত্র মাদরাসায় নিয়োগ দেয়ার পাঁয়তারার চেষ্টা করা , মাতৃকালীন ছুটিতে থাকা শিক্ষিকাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, অত্র মাদরাসার ছাত্রীদের কমনরুম ব্যবহার করে সুপার কোরবান আলীর কবিরাজী ব্যবসা পরিচালনা করা ও করোনাকালীন বছরগুলো বাদে প্রতি বছর মাদরাসা সুপার অবৈধভাবে ২ মাস ছুটির ব্যবস্থা করে হজ্জ ব্যবসা পরিচালনা করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আশরাফ আলী বিশ্বাস(আশু) নামে একজন বীর মুক্তিযোদ্ধা ও অত্র মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য রবিউল সরকার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন ও অত্র মাদরাসার সুপার কোরবান আলী আর্থিক সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। যার ফলে ঐতিহ্যবাহী এ মাদরাসাটির সুনাম নষ্ট হচ্ছে। তাই মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রাখতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন ও সুপার কোরবান আলীর বিচার দাবীতে গণস্বাক্ষর করা কপি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নিকট প্রদান করেছেন। তবে কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস খোকন ও সুপার কোরবান আলী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *