August 29, 2025, 10:02 am
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুল ছাত্রী লামিয়া(১২) হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক মানুষ।
এসময় তারা বলেন, শুক্রবার সন্ধ্যায় চরআন্ডা বাজারের দোকান থেকে মরিচের গুরো কিনতে বের হয় লামিয়া। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে পাশের একটি ক্ষেত থেকে তার পায়ের জুতো, মরিচের গুঁড়ো এবং ওরনা পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালাক আল আমিন হাওলাদারকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার অটোর সাথে ধাক্কা লেগে লামিয়ার মৃত্যু হয়। পরে রাতে লাশ নদীতে ভাসিয়ে দেয় সে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, সন্দেহভাজন আসামী আল আমিনকে নিয়ে নদীতে অভিযান চালানো হচ্ছে। কোথায় লাশ ফালানো হয়েছে সে জন্য আটক আসামিকে সাথে নিহতের লাশ উদ্ধারে কাজ চলছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে হত্যার কারণ উদঘাটন করা যাবে।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।।