August 27, 2025, 12:21 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পিতার পাশে চির নিদ্রায় সাহিত্ হলেন বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন পঞ্চগড় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথারাজে বাড়ির পাশের গোরস্থানে । হাজার হাজার বিএনপি নেতাকর্মী জানাযার শরিক হয়ে চোখের জলে শেষবারের মতো বিদায় দিলেন প্রিয় নেতাকে গতকাল শনিবার
দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপি সংঘর্ষে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের দিকে লক্ষ্য করে প্রায় শতাধিক রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। প্রাণ রক্ষাতে বিএনপির নেতারাও ইট পাটকেল নিক্ষেপ করে বলে জানা যায় এতে পুলিশ বিএনপি ৫০ নেতাকর্মী আহত হন। নিহত আরফিনের স্ত্রী বলেন আমি বিএনপি’র কর্মসূচিতে যাচ্ছি এটাই শেষ কথা ছিল নিহতর ছোট ভাই এডভোকেট লিটন জানান আমার ভাইয়ের মৃত্যুর বিচার সঠিক তদন্ত সাপেক্ষে চাই। এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় নেতা ফরাদ হোসেন আজাদ বলেন সব পুলিশ খারাপ নন কিছু অতি উৎসাহী পুলিশের কারণে এই ঘটনা ঘটে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মহম্মদ বাবুল হোসেন পঞ্চগড়