August 25, 2025, 5:12 pm
প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এর ধারাবাহিকতায় ১৫/১২/২০২২ ইং তারিখ বিকেল ০৩.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার সুজানগর থানাধীন ০৩ নং নাজেরগঞ্জ ইউনিয়নের অর্šÍগত রামনগর(পূর্বপাড়া) গ্রামস্থ ০১ নং আসামী মীর মঞ্জুরুল ইসলামের নিজ বাড়িতে একটি বিশেষ অভিযান চালিয়ে ৫,০১,১৬০/-(পাঁচলক্ষ একহাজার একশত ষাট) টাকার জাল নোটসহ ০২ জন শীর্ষ জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহাদের নিকট থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ০১ টি ল্যাপটপ,০১ টি কালার প্রিন্টার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। উল্লেখ যে ০১ নং আসামী মীর মঞ্জুরুল ইসলাম জাল টাকা তৈরির একজন দক্ষ কারিগর ও ব্যবসায়ী এবং ২ নং আসামী মোঃ আলিফ হোসেন জাল টাকা বিভিন্ন জেলায় সরবারহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মীর মঞ্জুরুল ইসলাম(৩১), পিতা-মীর আব্দুল মালেক, সাং-রামনগর, থানা-সুজানগর, জেলা-পাবনা ২। মোঃ আলিফ হোসেন(২৪), পিতা- মোঃ শাহজাহান আলি, সাং-যয়রামপুর(মধ্যপাড়া), থানা-লালপুর, জেলা-নাটোর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই জাল টাকা ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় অবৈধ জাল টাকা সরবারহ করে আসছিল।
গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান।
২। গত ১৫/১২/২০২২ ইং তারিখ সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর সংলগ্ন পাঁকা রাস্তার উপর একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে ১৩০(একশত ত্রিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মজিবর রহমান (৬৬), পিতা-মৃত ইমাজ উদ্দিন, সাং-ভোবনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
মোঃ আবুল হাসেম সবুজ
লেফটেন্যান্ট কমান্ডার বিএন
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ
মোবা-০১৭৭৭৭১১২৫৮