গৌরনদীতে নূরানী মাদরাসায় বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

গৌরনদী উপজেলা সদরে ইকরা নূরানী ক্যাডেট মাদরাসায় বার্ষিক পরিক্ষা ২০২২ শনিবার ৯টায় অনুষ্ঠিত হয়।
ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আবুল বাশার জানান ২০১৬ সালে মাদরাসাটির পথচলা শূরু হয়।
৮জন দক্ষ শিক্ষক, প্লে থেকে ৩য় জামায়াত পর্যন্ত আজ প্রায় সারে ৪শত জন ছাত্র ছাত্রী নিয়ে সুনামের সাথে প্রতিষ্ঠানটি শিক্ষা দিয়ে যাচ্ছে।
ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবক মো.অলিউজ্জামান লাবিদ ও মো.লিটন খান বলেন অত্র মাদরাসার বার্ষিক পরিক্ষার আজ প্রথম দিন
উৎসবমূখর পরিবেশ শিক্ষার্থি বৃন্দ পরিক্ষা দিচ্ছে এবং শতভাগ সফলতা ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *