August 24, 2025, 6:54 pm
বি এম মনির হোসেনঃ-
নিজের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় পদলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসায় দেশ বরেণ্য রাজনীতিবিদ, জাতির পিতার ভাগ্নে দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা ও তাঁর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পালিত হলো তাঁর ৭৮তম জন্ম দিন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কৃতী সন্তান, মন্ত্রী মর্যদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এপি’র জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোহগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আরোচনা সভা ও দোযা মিলাদে শনিবার সকাল এগারোটায় বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দক্ষিনাঞ্চল তথা দেশের উন্নয়নের জীবন্ত কিংবদন্তী, দেশ প্রেমিক নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বিস্তৃত কর্মময় জীবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
আলোচনা শেষে প্রাণপ্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
দোয়া ও মোনাজোতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার মোল্লা,
সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন,আবুল বাশার হাওলাদার, মোঃ জসিম সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, গোলাম মোস্তফা সরদার, মোঃ শফিকুল হোসেন টিটু,মোঃ সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম সরদার,
সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।