পটিয়ায় আমির ভান্ডার বার্ষিক ওরশ শরীফ

মহিউদ্দীন চৌধুরীঃ
পহেলা মাঘ মহাসমারোহে উদযাপিত হবে
পটিয়া আমির ভান্ডার বার্ষিক ওরশ শরীফ
সফল করতে প্রস্তুতি সভায় বক্তারা
পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের হয়রত আমিরুল আউলিয়া শাহসূফি সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক.)’র পহেলা মাঘ আগামী ১৫ জানুয়ারী বেলায়ত বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে আশেকানে সোলাইমান নুরে আমির এর উদ্যোগে শাহজাদা এসএম আমান উল্লাহ আমিরী’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আবু মনসুর ভুলু, মাওলানা আবদুল জব্বার, আবছার উদ্দিন, খাইরুল ইসলাম, জহিরুল হক তালুকদার, মামুনুর রশিদ, মহিন আহমদ মুন্না, মো: ইসমাইল, ইউসুফ মিয়া, জয়নাল আবেদীন রাসেল, আবু তাহের, আবু তৈয়ব সোহেল, মামুনুল হক সোহেল, আনিসুর রহমান, সাইফুদ্দিন, বখতিয়ার, হিরু, সরোয়ার প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের হয়রত আমিরুল আউলিয়া শাহসূফি সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক.)’র পহেলা মাঘ আগামী ১৫ জানুয়ারী বেলায়ত বার্ষিকী ওরশ শরীফ মহা সমারোহে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফের সকলের সহযোগিতা কামনা করেন এবং ১৫ জানুয়ারী ওরশে ধর্মবর্ণ সকলের দাওয়াত জানান নেতৃবৃন্দরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *