নড়াইলে যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান (৪৫) ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসকে (৬১) গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান নড়াইল সদরের আউড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে। ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ওই ইউনিয়নের মীরা পাড়া গ্রামের মৃত তোকাম বিশ্বাসের ছেলে। এবিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চলতি বছরে নড়াইল সদরের মালিবাগ মোড়ে নাশকতার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *