January 15, 2025, 5:23 am
শাহে আলম।
স্টাফ রিপোর্টার:
নাটোরের বড়াইগ্রামে সরকারী অভয় আশ্রম জবর দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলার জোনাইল ইউনিয়নের বিল কৈখোলা দারিকশী মৎসজীবি ও সাধারন জনগন।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) বিল কৈখোলা অভয় আশ্রম এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎসজীবি সমিতির সভাপতি শাহ জামাল উদ্দিন (জামাল) তার লিখিত বক্তব্যে বলেন— জোনাইল ইউনিয়নের জলমহল বিল কৈখোলা দারিকুশী মৌজায়, ৫১১০ নং দাগে মোট ১৪ একর ৭৮ শতাংশ জমির মধ্যে সরকারী অভয় আশ্রম আছে। মৎস্যজীবিদের মাছ ধরার জায়গা আছে এবং একটি নার্সারি পুকুর আছে। এই জমির পূর্ব দিক দিয়ে সরকারী নদী আছে ও দক্ষিনে মৎস্যজীবিদের ধান চাষের জায়গা আছে। কিন্তু উল্লেখিত জায়গা কাগজে কলমে ভোগদখল থাকলেও মৎস্যজীবিদের বঞ্চিত করে জমি, ধানক্ষেত, অভয় আশ্রম, নার্সারির পুকুর জবর দখল করে মৎসজীবিদের বিভিন্ন ভয়—ভীতি দেখিয়ে বিতাড়িত করেছে জোনাইল ইউনায়নের ভিটা গ্রামের মোঃ নুরুদ্দি’র ছেলে শেখ ফরিদ, নজু’র ছেলে বিটন, তাজ মহুদ’র ছেলে তোফা, আগামত’র ছেলে সোলায়মান, আয়েন উদ্দিন ছেলে সিরাজুল, দরদ’র ছেলে ইউনুস, ময়েজ’র ছেলে সামাদসহ কিছু স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। বর্তমানে সরকারি খাল, অভয় আশ্রমসহ জলমহল মেশিন দিয়ে ছেঁকে মাছ নিধনের নীল নকশা করছে। মৎসজীবিরা বাধা নিষেধ করতে গেলে তারা বিভিন্ন ধরনের ভয়—ভীতি দেখিয়ে জলমহল এলাকা ত্যাগ করতে বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মৎসজীবিসহ সাধারন জনগন মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।