ত্রিশালে হার্ড এটাকে মৃত ৩ ভ্যান চালকের পরিবারের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান কদ্দুস মন্ডল

ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামে হার্ট এট‍্যাকে মারা যাওয়া সেই তিন ভ্যান চালকের পরিবারে খোজ নিয়ে তাদের পরিবারের সদস্যদের সহযোগীতায় পাশে দাড়িয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল। তাহাদের মৃত্যুতে অসহায় হয়ে পড়া ৩টি পরিবারেট পরিবারের মাঝে তিনটি বিধবা কার্ড বরাদ্ধ দিয়ে তিনহ নিজে গিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং প্রয়োজনে আরো সহযোগীতা দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করেন চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৫নভেম্বর) সন্ধ্যায় মৃত্যু বরণ কারী সেই তিন ভ্যানচালকের বাড়িতে গিয়ে তার স্ত্রী সহ পরিবারের সকলের খোঁজ খবর ও সান্ত্বনা দিয়ে তার দুই সন্তানের লেখা – পড়াসহ তাদের ভরন পোষনের বিষয়েও সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এবিষয়ে চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল জানান, মানুষ মরণশীল,তবে একেক জনের মৃত্যু একেক উচিলায় হয়ে থাকে। এই তিন ভ্যান চালক ভ্যান চালিয়ে সংসার চালালো,হঠাৎ হার্ড এটাকে তাদের মৃত্যুতে তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে।আমি যতদিন চেয়ারম্যান আছি তাদের পাশে দাড়াবো,ভবিষ্যতে চেয়ারম্যান না থাকলেও আমার সাধ্যমতো ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পরিবারের জন্য সহযোগীতা করবো ইনশাআল্লাহ। এই সময় তিনি এলাকাবাসীকে অসহায় পরিবারের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার পাশাপাশি মৃত তিন ব‍্যক্তির (ভ্যান চালক) আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য কামনা করেন
এসময়ে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডপর মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *