সুজানগরে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার, বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এম এ আলিম রিপনসুজানগর ঃ পাবনার সুজানগরে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ কে প্রধান আসামী করে স্থানীয় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার রাতে মামলা করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে সুজানগর পৌরসভার তিন নং ওয়ার্ডের ভবানীপুর(কুটিপাড়া) নামক স্থানে সাদ্দামের দোকানের সামনের কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ একাধিক অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননানঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জানান, ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধের থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ জানান, বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসাতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের এটি একটি সাজানো নাটক। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যাতে সুজানগর উপজেলার নেতাকর্মীরা অংশ নিতে না পারে সে জন্য এ ঘটনা সাজানো হয়েছে ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *