জয়পুুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রত্যয় বাস্তবায়নে এবং যুবক-তরুণদের খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে জয়পুুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে, পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়পুরহাট জেলা বনাম বগুড়া জেলা দল।

খেলা সম্পূর্ণ সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকার দেন রেফারি। উক্ত টাইব্রেকারে জয়পুরহাট জেলা ৫-৪ গোলে বগুড়া জেলাকে পরাজিত করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম, জয়পুরহাট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডঃ ফারজানা আকতার,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম,জেলা নির্বাহী প্রকৌশলী-(সওজ) মো.জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আ”লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ,সাঃ-সম্পাদক ও জয়পুুরহাট জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী প্রমুখ।

খেলা শুরুর প্রথম সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে খেলা শুরু আগে মুহূর্তে খেলার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণরা উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিতির মাধ্যমে কুশল বিনিময় পর্ব শেষে ম্যাচটি প্রথম সেমিফাইনাল ম্যাচের খেলার শুভ উদ্বোধন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *