May 13, 2025, 2:14 pm
পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ উন্নয়ন অগ্রয়াত্রায় উন্নয়নশীল দেশে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি – জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি পিছনে দরজা ক্ষমতা যেতে মরিয়া হয়ে উঠেছে। তাই আওয়ামী লীগের জেলা, উপজেলা ও পৌরসভায় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতাই আনতে হবে। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি গতকাল শনিবার পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ মাইফুলা কবির কারিগরি স্কুল মাঠে ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। সম্মেলনের উদ্বোধন করেন পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এন এ নাছির, বক্তব্য রাখেন পৌর আ’লীগের সহ সভাপতি ফজলুল হক আল্লাই, ওয়াহিদুল আলম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, সাংগঠনিক সম্পাদক সোহেল মোহাম্মদ নেজাম উদ্দিন, সাইফুল্লাহ পলাশ, নুরুল করিম, ওয়াহিদুল আলম কালু, নাজিম উদ্দিন, হাবিবুল হক পিপলু, এটিএম শাহজাহান, মোহাম্মদ শাহজাহান, পৌরসভা যুবলীগের সহ সভাপতি নোমান টিপু, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক রবিউল হোসেন খোকন, ছাত্রলীগ নেতা ইকবালুর রহমান ওপেল, তারেকুর রহমান, সজিবুল ইসলাম জনি, মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানের প্রধান অধিবেশনে আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করেন। কাউন্সিল দের সর্বসম্মতিক্রমে দ্বিতীয় অধিবেশনে ৪নং ওয়ার্ড আ’লীগের মোহাম্মদ জসিম উদ্দিন সভাপতি ও মোহাম্মদ সোহেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব গঠিত কমিটির অন্যান্য পদে আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পৌরসভা আ’লীগের সভাপতি সম্পাদকের নিকট নাম জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।