May 13, 2025, 10:40 am
বায়জিদ হোসেন, মোংলা।
যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’।
সৎ-নিষ্টাবান, সংস্কৃতিবান, জনবান্ধব জনসেবক মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদারকে ১৩ নভেম্বর ররিবার বিকেল ৫ টায় সফল ভাবে সরকারি দায়িত্ব পালন ও জনসেবার জন্য গণ সংবর্ধনা দেয়া হয়। মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের আয়োজনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার’র সভাপতিত্বে পরিষদ চত্বরে
প্রধান অতিথির বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন সুন্দরবন ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ইজারাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য ইমরান বিশ্বাস, মাদুরপাল্টা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন, প্রমূখ। এর আগে ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ইউএনও কমলেশ মজুমদার’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গণ সংবর্ধনায় অনুষ্টানে ইউএনও কমলেশ মজুমদার তার সততা-নিষ্ঠা এবং দেশপ্রেম এর জন্য মোংলাবাসীর কাছে স্মরণীয় হয়ে রাখবেন। সংবর্ধিত অতিথি কমলেশ মজুমদার মোংলায় দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নের বিভিন্ন কর্মকান্ডের কথা উঠে আসে বক্তৃতায়।
বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আমি আমার দাইত্ব পালনে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনায় কমলেশ মজুমদার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন চেয়ারম্যান ইকরাম ইজারাদার। উপজেলায় তার কাজের কৃতিত্ব দেখিয়েছেন। যার ফলস্রুতিতে মোংলার মানুষের ভালবাসার অস্রুজল ও ফুলের সুভাষে ভাসলেন, এমন প্রশংসা ব্যক্ত করেন বক্তারা।