January 22, 2025, 2:25 am
মোঃতরিকুল ইসলাম তরুন(কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে দিনের এই প্রশিক্ষণ শুরু হয়। এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ দেবনাথ জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবে এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে। সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। ১০ কর্ম দিবসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার। উক্ত অনুষ্ঠানে কিশোর গ্যাং, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী বিষয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
অন্যানদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার আবু হেনা মোস্তফা রেজা, উপজেলা প্রশিক্ষক আবু সাঈদ মিয়া, ইউনিয়ন আনসার কমান্ডার গোলাম মোস্তফা, আক্তার হোসেন প্রমূখ।