August 17, 2025, 2:11 am
ষ্টাফ রিপোর্টারঃ
আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও চৌকসতার সাথে ময়মনসিংহ জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশি সেবার মান বৃদ্ধির মাধ্যমে সাধারন মানুষের জান মালের নিরাপত্ত্বায় সফলতায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রকিবুল আক্তার।তার অক্লান্ত শ্রম আর মেধায় ময়মনসিংহ জেলার আওতাভুক্ত সকল উপজেলায় সংঘটিত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধসহ বিভিন্ন মামলার নিখুঁত তদন্ত করে অতি স্বল্প সময়ে মামলাগুলোর হয়রানি থেকে সাধারণ মানুষ কে মুক্ত করে ময়মনসিংহবাসীর মুখে হাসি ফুটাইতে সক্ষম হয়েছেন তিনি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ই জানুয়ারি ২০১৬ সালে পিবিআই এর জন্য একটি নিজস্ব বিধিমালা অনুমোদিত হওয়ার পর পিবিআই কর্তৃক মামলা তদন্তের কার্যক্রম শুরু হয়। পিবিআই মূলত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধ ইত্যাদি সংক্রান্ত অপরাধ তদন্ত করে থাকে।
সংগঠটি গত ২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে ৯৭০ জনবল নিয়ে পিবিআই যাত্রা শুরু করলেও বর্তমানে ২০২০ জনবল নিয়ে বাংলাদেশের মোট ৪২ টি জেলায় পিবিআই এর সর্বমোট ৪৯ টি ইউনিট কাজ করছে। কার্যক্রম শুরুর পর থেকে পিবিআই এর ইউনিটসমূহ জিআর ও সিআর মামলাসমূহ তদন্ত করে আসছে। পিবিআই একজন অতিরিক্ত আইজির নেতৃত্বে পরিচালিত হয়। অপারেশনাল কার্যক্রম অনুসারে পিবিআই পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এ দুইটি অঞ্চলে বিভক্ত। দুইজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ দুটি অঞ্চল পরিচালিত হয়। এছাড়া কাজের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ৮টি অপরাধ বিভাগ ও ৭৪ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিট একজন পুলিশ সুপার দ্বারা পরিচালিত হচ্ছে। পিবিআই হেডকোয়ার্টার্স এর অধীনে এসআইএন্ডও, ডিজিটাল ফরেনসিক ল্যাব, সিটিইউ ও অর্গানাইজড ক্রাইম ইউনিট পরিচালিত হয়।
ইতিহাস সুত্রে জানা গেছে-২০১১ সালে পুলিশ এ্যাক্টের একটি ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পিবিআই গঠিত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের একটি আধুনিক ও নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে আলোচিত ঘটনা
নুসরাত হত্যা মামলা,সালমান শাহ হত্যা মামলা,
সগিরা মোর্শেদ হত্যা মামলা,মোনায়েম হত্যা রহস্যসহ
আরো উল্লেখযোগ্য মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে বাংলাদেশের জনতার মাঝে ব্যাপক আলোচনার স্থান দখল করে সুনাম কুড়িয়েছেন।
সেই ধারাবাহিকতায় নিয়েই সুনাম অর্জন করে চলছেন পিবিআই ময়মনসিংহ শাখা। গত ১৯শে সেপ্টেম্বর ২০২২ তারিখে পিবিআই ময়মনসিংহ শাখায় যোগদান করেন পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিবিআই, ময়মনসিংহ জেলার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তিনি প্রতিদিন নিয়মিত অফিসে উপস্থিত থেকে প্রথমে সকল কর্মকর্তা/কর্মচারীর সাথে কুশল বিনিময়ের মাধ্যমে জেলার ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মামলার অগ্রগতি তদারকি করে কর্মরত অফিসারদের দিকনির্দেশনা দেন। পরে অফিসে আগত বিভিন্ন মামলার বাদী ও ভিকটিমদের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের ভিত্তিতে বস্তুনিষ্ঠ পুলিশ রিপোর্ট প্রদানে পিবিআই এর ঐতিহ্যকে সমুন্নত রাখার আশ্বাস দেন। তিনি ময়মনসিংহবাসি, সরকারি বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।