ঠাকুরগাঁওয়ে দূষণ নিয়ন্ত্রণ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
বাংলার মাটিতে সুন্দর পরিবেশ তৈরিতে,শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

এ সভার আয়োজন করেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও।পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

সে সময় এ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: মুরাদ হোসেন,পীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,বাবলুর রহমান,রোদেলা ক্লিনিকের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ি রাজিউল ফারুক রুমেল চৌধুরী প্রমুখ। সভার শুরুতেই উল্লেখিত বিষয়বস্তুর উপরে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করেন।

উক্ত সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিল্প-কারখানার দূর্ষন নিয়ন্ত্রণ,উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরনের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়।

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *