February 5, 2025, 9:48 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় ৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫১তম সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা। স্বাগত বক্তৃতাকরেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাড়ী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম,
বরিশাল জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সমবায় সমিতির সদস্য মিজানুর রহমান এর সঞ্চালনায়, অনুষ্ঠানে আরো ছিলেন রেনেসাঁ সার্বিক গ্রামীণ উন্নয়ন সমিতির সভাপতি মোরশেদ আলম মিলন, তিতাস সঞ্চয় ও ঋণ দেওয়া সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা মসজিদের পেশ ইমাম মোঃ এনামুল কবির, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন, নরত্তমপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবু বালী, চানুদাস প্রমূখ। অনুষ্ঠান শেষে সফল সমবায় সমিতির ১১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: