August 16, 2025, 7:49 am
বি এম মনির হোসেনঃ-
“বঙ্গবন্ধুর দর্শন’ সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সুকান্ত বাবু অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সুকান্ত বাবু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত ,গৌরনদী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তার কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওযামীলিগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, উপজেলা মহিলা ভাইসচেয়রম্যান মলিনা রানি রায় , মহিলা নেএী এলিনা জাহান, বাদশা হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, দপ্তর সম্পাদক বিকাশ রায়সহ অনেকে।