February 5, 2025, 4:10 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনকল্পে ০১ নভেম্বর বিদ্যালয়ের হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী।
উক্ত কমিটির সকল সদস্যদের সম্মতিতে লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা,চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের অধ্যায়নরত ছাত্র মোঃ জিহানুর রহমান চৌধুরী কে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ফোরকান,
গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মাওলানা আলহাজ্ব শাহেদ রেজা চৌধুরী, নব নির্বাচিত সহ-সভাপতি লুৎফুর নিছা, অভিভাবক সদস্য সাইদুল আলম চৌধুরী,অভিভাবক সদস্য নুরুল আনোয়ার,মহিলা অভিভাবক সদস্য সামশুন নাহার,বিদ্যোসাহী পরুষ সদস্য আব্বাস উদ্দীন,বিদ্যোসাহী মহিলা সদস্য রিফা আক্তার, মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মিলি দে, জমি দাতা সদস্য মোঃ আহমদ চৌধুরী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া উপজেলা
যুবলীগ নেতা মোঃ জিহানুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। প্রথমত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ।জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক দায়িত্ব পেয়েছি,যে প্রতিষ্ঠান থেকে আমি প্রাথমিক শিক্ষা অর্জন করেছি আজ সেই প্রতিষ্ঠানে আমি সভাপতি হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
যুবলীগ নেতা মোঃ জিহানুর রহমান চৌধুরী গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড.আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি
এবং বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।