নানা আয়োজনে সুজানগরে জাতীয় যুব দিবস পালিত

এম এ আলিম রিপন,সুজানগরঃ ‘প্রশিক্ষিত যুব,উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা,প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণের মাধ্যমে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২। উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের স ালনায় জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন। আলেচনা সভায় বক্তরা বলেন, যুব সমাজ যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই দেশের যুবকদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান । উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্নিজ ফারজানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ০৮ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *