January 21, 2025, 9:06 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩১শে অক্টোবর) গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।
এর আগে নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রয়াত গুণি ওই নেতার কবরে পুষ্পার্ঘ অপর্ণ করে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রয়াত এই রাজনৈতিক ব্যক্তিত্বের স্মরণে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় ভার্চ্যুয়াল সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন- প্রয়াত রাজনীতিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির তার মেধা ও শ্রমের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন পরম মমতায়। তিনি মৃত্যুর পর দলে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নবম মৃত্যু বার্ষিকীতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ দলের জন্য আব্দুল কাদির এর ভূমিকার কথা স্মরণ করেন।
বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার পিছনে আব্দুল কাদির এর ভূমিকা অপরিসীম, যা আওয়ামী লীগ সবসময় স্মরন করে। বক্তব্য শেষে মরহুমের আত্নার শান্তি কামনায় দোয়া পড়ানো হয়।