February 5, 2025, 4:38 am
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের গতকাল ২৯ তারিখ শনিবার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি আগুন সন্ত্রাস, পেট্টোল বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করে এতোদিন গর্তে লুকিয়ে ছিল। আবার তারা বের হয়েছে মানুষ হত্যা করতে। বাংলার মানুষ আর তা হতে দেবে না। তাদেরকে প্রতিহত করবে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার দুই ছেলে বিদেশে টাকা পাচার করেছে।
আমারা কোকোর টাকা দেশে ফেরৎ এনেছি। বিএনপিকে একটি সন্ত্রাসী দল উল্লেখ করে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাকে প্রানে বাচালেও আইভী রহমানসহ সেদিন আমাদের দলের ২৪ জন নেতা কর্মী প্রাণ হারিয়েছিল। তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালতলী উপজেলা
আওয়ামীলীগের সভাপতি রেজবিউল কবির জোমাদ্দারের সভাপতিত্বে এবং সম্পাদক তৌফিকুজ্জামান তনুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়মীলীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু। বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, তালতলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুল কত জোমাদ্দার ও বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া। এ ছাড়া জেলা উপজেলা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন ।