February 5, 2025, 11:57 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে২৫ জন প্রতিবন্ধীর এসব হহুই চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবত্তী,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস প্রমূখ। এ ছাড়াও একই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক,বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ নির্মুল পুলিশকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে উপজেলার ৬০ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব সাইকেল বিতরণ কার্যক্রম কে উদ্বোধন করেন।